Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Dekhecho Ki Take Lyrics | দেখেছ কি তাকে | Subhamita Banerjee Lyrics - Subhamita Banerjee

Collection Subhamita Banerjee

Dekhecho Ki Take Lyrics | দেখেছ কি তাকে | Subhamita Banerjee Lyrics

 LyricsForest   645


Dekhecho Ki Take Lyrics | দেখেছ কি তাকে | Subhamita Banerjee lyrics (Primary language)

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?

বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম

জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়

মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায় ।

 

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?

বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম

জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়

মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায় ।

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?

 

ঝরাপাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যারে

এখানে বড়ই ফিকে সব তুই যা, যা যা

তাই সে যায় ছুটে বেড়ায় ধুসর প্রান্তরে

মেঘের গায় হাত বুলায় রংধনু কে চায়

দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে ?

আনমনা মেঘ দূরে যায় কেন কে জানে

কিছুতেই তার কাছে ধরা দেয় না, না না

তবুও তার, মেঘে ওড়ার, অন্তহীন টানে

ভীজে হাওয়ায় পাখিরা গায় রংধনু কে চায়

দেখেছ কি তাকে ওই নীল নদীর ধারে ?

 

জানি একদিন মেঘের ঠিকানা সে, পাবে

বলবে পাখিরা ওরে মেঘ তুই গা, গা গা

তোর কাছেই আসবে গান তোর কাছেই যাবে

যারা হারায় রুপকথায় রংধনু কে চায়

 

দেখেছো কি তাকে ঐ নীল নদীর ধারে ?

বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম

জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়

মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনু কে চায়

দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে ?

Dekhecho Ki Take Lyrics | দেখেছ কি তাকে | Subhamita Banerjee lyrics in English